ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

শান্তাকে চিনিই না, হোটেলেও ডাকিনি: পরিচালক রাজীব 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৫:১৭ পিএম
বাংলাদেশি মডেল শান্তা পাল ও টালিউড পরিচালক রাজীব কুমার। ছবি - সংগৃহীত

ভারতের টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাস জানিয়েছেন, তিনি মডেল শান্তা পালকে চেনেন না এবং কখনো হোটেলে দেখা করতে ডাকেননি। বাংলাদেশি সন্দেহে গত ২৮ জুলাই কলকাতার বিক্রমগড় এলাকা থেকে শান্তাকে আটক করে স্থানীয় পুলিশ। এরপর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক ও চর্চা শুরু হয়। 

ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে আসে, শান্তার অভিযোগ অনুযায়ী রাজীব নাকি তাকে কু-প্রস্তাব দিয়ে হোটেলে ডাকেন এবং অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশি মডেল শান্তা পাল। ছবি - সংগৃহীত

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে রাজীব বলেন, ‘আমিও শুনেছি। শান্তা নামের এক নারী বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে যাই আমি। আর ওর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।’ 

তিনি আরও দাবি করেন, ‘এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়া প্রোফাইল রয়েছে; যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।’

 টালিউড পরিচালক রাজীব কুমার। ছবি - সংগৃহীত

শান্তা পাল নিজেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এর প্রতিযোগী দাবি করলেও এই তথ্য যাচাই করা হয়নি। এছাড়া ভারতের তদন্তকারী সংস্থাগুলো শান্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখছে। 

অন্যদিকে রাজীব কুমার বিশ্বাস বর্তমানে বাংলাদেশে কয়েকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। পাশাপাশি কলকাতায়ও তার পুরোনো ঢঙের বাণিজ্যিক সিনেমা তৈরির আগ্রহ রয়েছে।