ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

৮ বছর পর নেমেসিসের নতুন এলবাম ‘ভিআইপি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১১:২৬ পিএম
বাংলাদেশি রক ব্যান্ড নেমেসিস। ছবি - সংগৃহীত।

জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিসের শেষ স্টুডিও অ্যালবাম ‘গণজোয়ার’ মুক্তি পায় আট বছর আগে, তারপর দীর্ঘ সময়ের বিরতি। মাঝখানে কেটেছে এক বৈশ্বিক মহামারিতে, বদলে গেছে দুনিয়ার চালচিত্র। 

কেউ বেঁচে আছে, কেউ হারিয়ে গেছে। কেউ ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে নিঃস্ব করেছে দুর্বলকে। নেমেসিস সেই সব গল্প, সেই সব ক্ষত, সেই সব আশা-নিরাশার মালা গেঁথেছে দশটি গানের সুরে। আর তারই নাম ‘ভিআইপি’ - নেমেসিসের চতুর্থ স্টুডিও অ্যালবাম।

‘ভিআইপি’ এলবামের কাভার আর্ট। ছবি - সংগৃহিত। 

আগামি ২৩ মে, বিশ্বব্যাপী সব ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাচ্ছে ‘ভিআইপি’। আট বছর পর নিজেদের অ্যালবাম রিলিজ নিয়ে নেমেসিস যেমন রোমাঞ্চিত, ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে প্রবল কৌতূহল। 

ব্যান্ডের ভাষায়- ‘এই আট বছরে আমরা যেমন হারিয়েছি, তেমনই খুঁজে পেয়েছি নিজেদের। সেই ভেতরের সব কথাগুলোই উঠে এসেছে এই গানের লাইনে লাইনে।’

অ্যালবামের প্রথম গান ‘ঘোর’ প্রকাশিত হয়েছে আগেই। ২০২৪ সালের ডিসেম্বরে গানটির ভিডিও দিয়ে শুরু হয়েছিল ‘ভিআইপি’র প্রচারাভিযান। 

গানের থিম ছিল ভবিষ্যৎমুখী, ভিডিও নির্মাণে ছিল সাইবার ধাঁচের ছোঁয়া। ভোকালিস্ট জোহাদের লেখা এই গানই ছিল অ্যালবামের আবেগঘন শুরু।

নেমেসিসের বর্তমান লাইনআপে আছেন - জোহাদ (ভোকাল), রাফসান ও ইফাজ (গিটার), রাতুল (বেস) আর জেফরি (ড্রামস)। 

নেমেসিস ব্যান্ডের সদস্যবৃন্দ (বাম থেকে ডানে) - ইফাজ, রাতুল, জোহাদ, রাফসান ও জেফ্রি। ছবি - সংগৃহিত। 

১৯৯৯ সালে গঠিত ব্যান্ডটি এর আগেও ‘অন্বেষণ’, ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামে অ্যালবাম উপহার দিয়েছে। সেই ধারাবাহিকতায় ‘ভিআইপি’ নিয়ে তারা ফিরছে নতুন আঙ্গিকে।

ভক্তদের আদতে ‘ভিআইপি’ অভিজ্ঞতা উপহার দেয়ার জন্য রাখা হয়েছে প্রি-সেভের সুযোগ। কেউ চাইলে এখনই স্পটিফাইয়ে প্রি-সেভ করে রাখতে পারেন। 

ব্যান্ড সদস্যরা বলেন - ‘প্রথম শোনার সুযোগ পেতে এখনই সেভ করে ফেলো ভিআইপি।’ অ্যালবামের প্রচ্ছদের কাজ করেছে স্টুডিও বাঙ্গি। 

ভক্তদের প্রত্যাশা-উত্তেজনার পারদ ইতোমধ্যেই তুঙ্গে। এখন দেখার পালা, আট বছর পর ‘ভিআইপি’ দিয়ে নেমেসিস শ্রোতাদের মন কতখানি জয় করতে পারে।