ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

‘আহা রে জীবন তুমি কত সস্তা, বিষয়টা নিতেই পারছি না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৬:৩৯ পিএম
সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটে মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে তাসনিম জ্যোতি নামের এক নারীর মৃত্যু যেন আবারও প্রশ্ন তোলে এই শহরে জীবনের মূল্য আসলে কতটা! জমজ দুই শিশুকে ফেলে চিরতরে বিদায় নেওয়া এই মায়ের করুণ পরিণতি ছুঁয়ে গেছে সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণিকেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাসনিমের মৃত্যুর খবরে আবেগ ধরে রাখতে পারেননি পারশা। এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘কখনো খোলা ম্যানহোল, কখনো উড়ে এসে পড়া বিমান… আহা রে জীবন, কত সহজ তুমি, কত সস্তা। আপুটার ছোট ছোট দুইটা জমজ বাচ্চা আছে দেখলাম।’

একটা মায়ের অবর্তমানে যে শূন্যতা সন্তানের জীবনজুড়ে থেমে থাকে, সে কথাই যেন উঠে আসে তার লেখায়—‘সারা জীবনের মতো এতিম হয়ে গেল। আর কোনোদিনও মাকে জড়িয়ে ধরতে পারবে না, মায়ের হাতের রান্না খেতে পারবে না! নিতেই পারছি না বিষয়টা।’

তাসনিম জ্যোতি মিরপুরে বসবাস করতেন এবং নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থেকে তার পরিচয় শনাক্ত করেন চাচাতো ভাই শেখ রবিন।

একজন মায়ের এই নিষ্ঠুর প্রস্থান শুধু দুই শিশুর নয়, আমাদের সকলের জন্য এক হৃদয়বিদারক চেতনা। খোলা ম্যানহোল যেন আরেকবার প্রমাণ করে, এই শহরে মানুষের জীবন এখনো কতটা অরক্ষিত, কতটা অবহেলিত।