ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ সাদিয়া আয়মানের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৬:৫২ পিএম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ছবি - সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন তিনি এবং তার অনুসারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে অভিনেত্রী জানান, কিছু পেইজ ইচ্ছাকৃতভাবে তার ছবি ও ভিডিও এআই-এর মাধ্যমে বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে। সাদিয়ার ভাষায়, ‘কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এটা থেকে আয় করে।’ 

 সাদিয়া আয়মানের পোস্ট। ছবি - সংগৃহীত

তিনি আরও বলেন, ‘এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।’

২০২৫ সালেও অনেক মানুষ যে এখনো এআই-সম্পাদিত ছবি ও ভিডিওকে আসল মনে করেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে সাদিয়া লেখেন, ‘সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো এআই চিনতে পারে না বা বোঝে না। তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার।’

এই ধরনের বিভ্রান্তিকর কনটেন্টকে বিশ্বাস না করতে ভক্তদের অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে।’ 

একইসঙ্গে তিনি অনুসারীদের স্পষ্ট বার্তা দেন-‘যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।’

অভিনেত্রী আরও জানিয়েছেন, বিষয়টি তিনি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করবেন এবং পরবর্তী ব্যবস্থা তারাই নেবেন 

এ ধরনের কার্যক্রম যে শুধু একজন শিল্পীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তা নয়, বরং তা প্রযুক্তির অপব্যবহার এবং ডিজিটাল নিরাপত্তার হুমকিও-এ কথা স্পষ্ট করেছেন সাদিয়া আয়মান।