দীর্ঘদিন ধরেই কাজ থেকে দূরে আছেন এ প্রজন্মের অভিনেত্রী অনামিকা জুথি। বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাই থাকছেন। হঠাৎ করেই খবরের শিরোনামে জুথি। দুপুর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম ঠিক এমন ‘৬৯ লাখ টাকার স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী জুথি’।
এমন খবরের পর যোগাযোগ করা হলে দৈনিক রূপালী বাংলাদেশকে অনামিকা জুথি বলেন, ‘আটক করার মতো ঘটনা ঘটেনি। ভুল তথ্য ছড়িয়েছে। তবে কিছু স্বর্ণ আমার সাথে ছিল তবে সেটার জন্য ট্যাক্স দিতে হয়। অলরেডি আমি ট্যাক্স দিয়েছি। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলেই বাসায় ফিরব। যেভাবে নিউজ হয়েছে তা দেখে আমি বিব্রত। পরিচিত সবাই ফোন করছেন। কিভাবে এত বড় ভুল একটি তথ্য ছড়িয়েছে আমার বোধগম্য নয়। এটা আমার জন্য সম্মানহানিকর।’
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করলে দুই যাত্রীর কাছ থেকে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাদ স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ লাখ ৯৬ হাজার টাকা। অনামিকা জুথি তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।’
তবে অনামিকা জুথির দাবি, বিষয়টি যেভাবে ছড়িয়েছে ঠিক তেমন নয়।
আপনার মতামত লিখুন :