ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

বিপাশাকে দেখে চমকে গেল নেটিজেনারা!

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০২:১৪ পিএম
বিপাশা বসু। ছবি: সংগৃহীত

সন্তান হওয়ার পর বেশিরভাগ নারীর মাঝে স্থূলতাসহ নানাবিধ পরিবর্তন দেখা দেয়। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- প্রায় প্রত্যেক তারকাকেই মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে দেখা গেছে । তবে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর এমনই স্থূলতার একটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমত আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা। ছবি শিকারিদের বদৌলতে সেই ছবিই এই মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। কেউই যেন মেনে নিতে পারছেন না তার চেহারার এই গড়ন। বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যও ধেয়ে আসছিল অভিনেত্রীর দিকে। তবে অনেকে তার পাশেও দাঁড়িয়েছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।’

বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 

বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতা মন্তব্য করেন, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’