ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

সেই পাপিয়ার চার বছরের কারাদণ্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০১:৩৬ পিএম
শামিমা নূর পাপিয়া। ছবি- সংগৃহীত

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে মানিলন্ডারিং মামলায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। তবে এ মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান।

মামলার তদন্তে উঠে আসে, রাজনীতি ও প্রভাব খাটিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অপরাধ চক্র। ঢাকার একাধিক হোটেলে চলত অবৈধ কর্মকাণ্ড, যেখানে ছিল- অস্ত্র, মাদক এবং বিপুল অর্থ লেনদেন।