আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের ভারত যাত্রায় ‘না’ বলেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। পাসপোর্ট যাচাইয়ে তার নাম স্টপলিস্টে পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে দেশে ফিরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বেনাপোল চেকপোস্টে উপস্থিত হলে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা যায়। এ কারণে তাকে ভারতে গমন করতে দেওয়া হয়নি।
আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।
ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তাজনিত কারণে ইমিগ্রেশন স্টপলিস্টে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। বিষয়টি যাচাই করতে শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া ডিবি (ডিআই-১) এবং পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হয়।
এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে, তার নামে কোনো মামলা না থাকলেও স্টপলিস্টে থাকার কারণে বিদেশ গমনে অনুমতি দেওয়া যাচ্ছে না।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হবে, ততক্ষণ তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সে কারণে তাকে ফেরত পাঠানো হয়েছে।’