শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ফিচার ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:০৯ পিএম

ধেয়ে আসছে ভূ-চৌম্বকীয় ঝড়!

ফিচার ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৫, ০৩:০৯ পিএম

ধেয়ে আসছে  ভূ-চৌম্বকীয় ঝড়!

ছবি: সংগৃহীত

জাতীয় সামুদ্রিক ও পরিবেশবাদী প্রশাসন, শুক্রবার (২১ মার্চ) সপ্তাহব্যাপী জি৩ একটি ভূ-চৌম্বকীয় ঝড় এর পূর্বাভাস দিয়েছে দ্য ন্যাশনাল অশানিক এন্ড আট্মোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)। এনওএএ জানিয়েছে সানস্পট ৪০২৮ থেকে সৌর গতিবিধি ও এম১.২ ফ্লেয়ার উল্লেখযোগ্য হারে আলোকরশ্মি ও মাঝারী তাপদাহ ছড়াবে।

বিশেষজ্ঞরা বলছেন, কানাডা ও যুক্তরাষ্ট্র সহ উত্তর গোলার্ধের নির্দিষ্ট কিছু অঞ্চলে মেরুরশ্মির ঝড়টি দেখা যেতে পারে।

এনওএএ জানায়, আলোকরশ্মি টি ঘন্টায় ৩৩৪ কি.মি বেগে রেডিও বিস্ফোরন এর সাথে স্থান গুলো অতিক্রম করে। একই দিনে এনডাব্লিউএস (NWS) স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জি২ ঝড় নিয়ে পূর্বাভাস দেয়।

জি২ ও জি৩ ভূ-চৌম্বকীয় ঝড় এর পার্থক্য কী?

ভূ-চৌম্বকীয় ঝড় গুলো জি১ থেকে জি৫ পর্যন্ত সীমাবদ্ধ। একটি জি২ ঝড় দূর্বল শক্তির উঠানামা, ছোট খাটো স্যাটেলাইট সমস্যা, উচ্চ দ্রাঘিমাংশে অরোরা এর মতো মাঝারি লক্ষণ দেখা যায়। তবে জি৩ আগের থেকে বেশি শক্তিশালী, এটি ভোল্টেজ অনিয়ন্ত্রিত, স্যাটেলাইট এর কক্ষপথ পরিবর্তন এবং অরোরা কে ৪৫ ডিগ্রি তে নিয়ে যায়।

জি৩ ভূ-চৌম্বকীয় ঝড় এর জন্য অরোরা মানচিত্র

জি৩ ঝড় মেরুরশ্মি কে ৪৫ ডিগ্রি দ্রাঘিমায় দক্ষিণের ইলিনয়, অরিগন, দক্ষিণ জার্মানীতে পাঠায়। সাধারনত দৃশ্যমানতা নির্ভর করে আবহাওয়ার ওপর। যদিও পূর্বাভাস সবসময় নির্দিষ্ট নয়। তাই সবাই স্থানীয় আবহাওয়া দেখে সবকিছুর সিদ্ধান্ত নেয়।

এনওএএ এর মতে শনিবারের অরোরা পূর্বাভাস কেপি ৭ (রেঞ্জ ০-৯)। সংস্থা টি আরও জানায়, সাধারণ জনগণ আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে অবগত থাকার জন্য আমাদের ওয়েবপেজ থেকে তথ্য পেতে পারে। অরোরা উত্তরাঞ্চলের কিছু কিছু স্থানে দৃশ্যমান হতে পারে।
গত বছরের অক্টোবর মাসে একটি শক্তিশালী ভূ-চুম্বকীয় ঝড় ইউএস এর কিছু কিছু অঞ্চলে রাতে আলোকিত হতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

রূপালী বাংলাদেশ

Link copied!