ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার ঘোষণা আজ

ফিচার ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৯:০১ এএম
নোবেল পুরস্কার। ছবি -সংগৃহীত

নোবেল পুরস্কারের মৌসুম নিয়ে হাজির হয়েছে অক্টোবর। প্রতি বছর এই মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই অনুযায়ী, আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে ২০২৫ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম।

প্রতি বছর ছয়টি বিভাগে ছয় দিন ধরে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। একমাত্র নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেল। তিনি ছিলেন ডিনামাইটের উদ্ভাবক। মৃত্যুর আগে উইল করে তিনি তার উপার্জিত অর্থের একটি বড় অংশ একটি তহবিলে রাখার নির্দেশ দেন, যার আয় থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মৃত্যুর পাঁচ বছর পর, ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এবং তা আজও বিশ্বজুড়ে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে (চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও শান্তি) পুরস্কার প্রদানের কথা থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ‘দ্য ব্যাংক অব সুইডেন’-এর উদ্যোগে অর্থনীতিতে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে এই পুরস্কারটিও অন্যান্য নোবেল পুরস্কারের মতো একই সময় ঘোষণা ও প্রদান করা হয়। যদিও এটি আলফ্রেড নোবেলের মূল উইলের অংশ নয়, তবে এর পুরস্কারের অর্থ ও মর্যাদা একই। অর্থনীতির পুরস্কারকে অনেক সময় ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও বলা হয়ে থাকে।

সূচি অনুযায়ী, ২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) হলো-

৬ অক্টোবর বিকেল ৩: ৩০—চিকিৎসাবিজ্ঞান
৭ অক্টোবর বিকেল ৩: ৪ —পদার্থবিজ্ঞান
৮ অক্টোবর বিকেল ৩: ৪৫—রসায়ন
৯ অক্টোবর বিকেল ৫: ০০—সাহিত্য
১০ অক্টোবর বিকেল ৩: ০০—শান্তি
এবং ১৩ অক্টোবর বিকেল ৩: ৪৫—অর্থনীতি।

আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিজয়ীরা পাবেন একটি স্বর্ণপদক, একটি মানপত্র এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনারের চেক। ২০২৩ সালে সুইডিশ মুদ্রার মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে পুরস্কারের অর্থ ১০ মিলিয়ন থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়।