ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

এবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য আলোচনায় যারা

ফিচার ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৪:০৭ পিএম
নোবেল প্রাইজ। ছবি- সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ একাডেমি ঘোষণা করবে সাহিত্যে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম। প্রতি বছরই এই মুহূর্তটি সাহিত্য জগতে সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং প্রতীক্ষিত একটি ঘটনা। সবারই মনে প্রশ্ন জাগে- এ বছর কে পাবে এই পুরস্কার? কোনো বিখ্যাত ঔপনিবেশিক, নাকি গভীর কবিতার স্রষ্টা?

গত বছরের বিজয়ী ছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং, যিনি তার তীব্র কাব্যিক গদ্যের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন। তার লেখায় ঐতিহাসিক আঘাত এবং মানুষের দুর্বলতাকে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা তাকে বিশ্বব্যাপী একটি শক্তিশালী ও স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ বছর সাহিত্যে সম্ভাব্য প্রার্থীদের নাম-

জেরাল্ড মুরনানে (অস্ট্রেলিয়া): ক্ষুদ্র, দার্শনিক গদ্যের মাস্টার।

লাসজলো ক্রাসনাহোরকাই (হাঙ্গারি): ঘন ও দার্শনিক উপন্যাসের জন্য পরিচিত।

হারুকি মুরাকামি (জাপান): পরাবাস্তব ও আবেগপূর্ণ কথাসাহিত্যের বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব।

মিরসিয়া কর্টারেস্কু (রোমানিয়া): স্বপ্নময় ও রূপকশিল্পে পারদর্শী।

অ্যান কারসন (কানাডা): আধুনিক কবিতা ও প্রবন্ধের প্রখর দক্ষতা।

ক্রিস্টিনা রিভেরা গারজা (মেক্সিকো): ল্যাটিন আমেরিকান সাহিত্যে সহিংসতা ও স্মৃতি অনুসন্ধানের জন্য বিশেষভাবে পরিচিত।

টমাস পিঞ্চন (যুক্তরাষ্ট্র): আধুনিক আমেরিকান সাহিত্যের অন্যতম মহান লেখক।

সালমান রুশদি (ভারত/যুক্তরাষ্ট্র): জাদুকরী বাস্তবতার অন্যতম প্রতিনিধি এবং স্বাধীনতার কণ্ঠস্বর।

যুক্তরাজ্যের বেটিং সাইট নাইসারঅডস অনুসারে, জেরাল্ড মুরনানে ৫/১ অনুপাতে শীর্ষে আছেন, এরপর লাসজলো ক্রাসনাহোরকাই ৬/১ অনুপাতে। ক্রিস্টিনা রিভেরা গারজা ৯/১, হারুকি মুরাকামি, মিরসিয়া কর্টারেস্কু এবং টমাস পিঞ্চন প্রত্যেকে ১১/১ অনুপাতে স্থান পেয়েছেন। আগের বছর শীর্ষস্থান ধরে রাখা ক্যান জু এবার শীর্ষ পাঁচে নেই, যা ইঙ্গিত দেয় হয়তো এবার তার পালা হতে পারে। মার্গারেট অ্যাটউডও কিছুটা পিছিয়ে গেছেন, কিন্তু নতুন লেখক অ্যালেক্সিস রাইট এবং ক্রিস্টিনা রিভেরা গারজার উত্থান লক্ষণীয়।

পুরস্কারের অর্থমূল্যও উল্লেখযোগ্য, যেখানে বিজয়ী পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার, যা প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলারের সমান। এ ছাড়া এনরিক ভিলা-মাটাস, মিশেল হাউলেবেক, জ্যামাইকা কিনকেড, অ্যালেক্সিস রাইট, সিজার আইরা, মার্গারেট অ্যাটউড, পল সাইমন এবং স্টিফেন কিংসহ আরও বেশ কয়েক জন লেখক আলোচনার কেন্দ্রে রয়েছেন।