ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

নারী সংস্কার প্রতিবেদন বাদ দেওয়ায় জয় হলো পুরুষতন্ত্রের: বদিউল আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:৩৭ পিএম
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। ছবি- সংগৃহীত

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাদ দেওয়ায় পুরুষতন্ত্র জয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নারীদের প্রতি বৈষম্যের অবসান ঘটাতে হলে সচেতনতা ও জনমত সৃষ্টি করতে হবে।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশের কন্যা শিশুর বর্তমান পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রতিবেদনটি ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি। কিন্তু এই ঘটনায় নারী রাজনৈতিক অধিকার পরাজিত হয়েছে। কেউ জয়ী নয়, জয়ী হয়েছে পুরুষতন্ত্র।’

তিনি মনে করেন, দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোয় এখনো নারীরা সমান সুযোগ পাচ্ছেন না, যা গণতন্ত্র ও ন্যায্যতার পরিপন্থী।

বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘শিক্ষা থেকে নারীদের দূরে রাখার বিষয়ে বিভিন্নজন ও মহল থেকে যেসব মন্তব্য করা হচ্ছে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘নারীদের অধস্তন করে রাখা হচ্ছে এবং তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এই প্রবণতা বন্ধ করতে হবে। নারীদের অধিকার সম্পর্কে দেশব্যাপী জনমত গড়ে তোলার কোনো বিকল্প নেই।’