নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীর স্বাস্থ্য সহকারীরা শনিবার (৪ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মবিরতির কারণে আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পেইনসহ সকল ইপিআই কার্যক্রম স্থগিত রয়েছে। এতে নতুন ও নিয়মিত টিকাপ্রাপ্ত শিশুরা ভোগান্তিতে পড়েছে।
স্বাস্থ্য সহকারীরা জানান, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়ায় এবং কর্তৃপক্ষের আশ্বাসে দাবি পূরণ না হওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং সব সেবা কার্যক্রম বন্ধ থাকবে।