শেরপুরের সবকটি (৫টি) উপজেলা পরিষদ ও একটি পৌরসভার নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, নেতা-কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে শুক্রবার (৩ অক্টোবর) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী মাহবুবা ইসলাম সায়েমাকে দলীয়ভাবে মনোনিত করা হয়েছে।
জেলার অন্যান্য উপজেলার মধ্যে, সদর উপজেলার চেয়ারম্যান পদে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে শেরপুর শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা মহিলা জামায়াতের কর্মী জান্নাতুন নাসরিনকে মনোনিত করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সভানেত্রী নাসরিন জাহান রিনাকে মনোনিত করা হয়েছে। এছাড়া নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসিকে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান পদে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এডভোকেট রাশেদ বিন কামাল, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মোরশেদা পারভীনকে মনোনিত করা হয়েছে।
শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান পদে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাছুরা খাতুনকে মনোনিত করা হয়েছে।