ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

প্রশাসনের হস্তক্ষেপে উন্মুক্ত গোহালা নদী, মৎস্যজীবিদের স্বস্তি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:২৮ পিএম
প্রশাসনের হস্তক্ষেপে গোহালা শাখা নদী সবার জন্য উন্মুক্ত। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা শাখা নদী অবৈধভাবে ইজারা দেওয়ার অভিযোগের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নদীটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে শতাধিক মৎস্যজীবি পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আগে উধুনিয়া বাজার মসজিদ কমিটি প্রায় আড়াই কিলোমিটার নদী ইউসুফ আলী মোল্লাকে ১ লাখ ৬২ হাজার টাকায় ইজারা দেয়। এরপর স্থানীয় মৎস্যজীবিরা প্রতিবাদ জানালে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত তদন্তের নির্দেশ দেন।

ইউএনও বলেন, নদী বা জলাশয় ইজারা দেওয়ার এখতিয়ার কারও নেই।

তিনি আজ শনিবার উধুনিয়া বাজারে মসজিদ কমিটি ও ইজারাদারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মসজিদ কমিটি ইজারা প্রদানের অবৈধতা স্বীকার করে দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন কার্যক্রম না করার মুচলিকা প্রদান করে। একই সঙ্গে ইউসুফ আলী মোল্লাকে প্রদত্ত ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

এরপর উধুনিয়া বাজার জামে মসজিদের মাইক থেকে নদী সবার জন্য মৎস্য শিকারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।