ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫

মোল্লা পরিবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ০৫:৫৫ পিএম
মোল্লা পরিবার ফাউন্ডেশন ২য় বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তরের ঘনিয়ারপাড় মোল্লা পরিবার ফাউন্ডেশন ২য় বর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ঘনিয়ারপাড় চৌরাস্তা থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অক্সফোর্ড স্কুল মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আলী মনসুর শাহিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেনের পরিচর্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক।

এ সময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজী রশিদ মোল্লা, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোখন, ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রফিক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, সহ-সাধারণ সম্পাদক নাছির মোল্লা এবং সদস্য ইমন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ ওমর ফারক, ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. আবুল কালাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম মোল্লা, দপ্তর সম্পাদক মো. মাহফুজ আলম মোল্লা, আন্তর্জাতিক সম্পাদক মো. সোহাগ মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রোমান মোল্লা, যুব ও ক্রীড়া সম্পাদক মো. রহিম উদ্দিন মোল্লা, কার্যকরী সদস্য মো. শাহিন মোল্লা, আমির হোসেন মোল্লা, মমিন মোল্লা, ইমরানসহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, ‘সামাজিক উন্নতির লক্ষ্যে পারিবারিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের ফাউন্ডেশন পারিবারিকভাবে একে অপরের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করে। প্রতিটি সামাজিক সংগঠন দেশের তরুণ প্রজন্মের জন্য আশীর্বাদস্বরূপ। এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের মধ্যে দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এগুলো দেশের তরুণ প্রজন্মের জন্য সহশিক্ষার মতো কাজ করছে এবং সমাজের বিভিন্ন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

এ সময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী বা পারিবারিক সংগঠনের মাধ্যমে সমাজকল্যাণ সম্ভব। যেমন—বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু নির্যাতন, কিশোর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও সমাজে পাঠাগার স্থাপন, তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, দেশের উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী প্রদান এবং সম্ভাবনাময় তরুণদের জন্য সহায়তা প্রদান করা ফাউন্ডেশনের লক্ষ্য। এই উদ্যোগগুলোর মাধ্যমে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।