ঈদযাত্রাকে নিরাপদ, নির্ভরযোগ্য, স্বাচ্ছন্দ্যময় এবং ক্যাশলেস করতে নানান সুবিধা এনেছে পরিবহন খাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘যাত্রী’। ‘যাত্রী রেন্টাল’ সেবার মাধ্যমে দেশের ৬৪ জেলার যেকোনো প্রান্তে এবারের ঈদুল ফিতরে যাতায়াত হবে ঝামেলাবিহীন। ঘরে বসেই যাত্রী অ্যাপের মাধ্যমে এই রেন্টাল সেবা বুকিং করা যাবে। পাওয়া যাবে ৪, ৭ বা ১১ সিটের প্রিমিয়াম গাড়ি।
যাত্রী বলছে, এই সেবার অন্যতম আকর্ষণ বিডিং সিস্টেম। সার্ভিস বুকিং এর অনুরোধে প্রদানের পর চালক বা পার্টনাররা স্থানের দূরত্ব অনুযায়ী ভাড়া ‘বিড’ করবেন। ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো ভাড়া বেছে নিয়ে বুকিং নিশ্চিত করতে পারবেন।
এতে যাত্রীরা ন্যায্যমূল্যে গাড়ি পাবেন এবং চালকরাও তাদের সুবিধামতো ভাড়া নির্ধারণ করতে পারবেন। এই সেবায় সব ধরনের গাড়ি ভাড়ার ওপর ৫০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে যাত্রী। এজন্য গ্রাহককে ‘EID500’ প্রোমো কোডটি ব্যবহার করতে হবে।
যাত্রী আরও জানায়, এই সেবায় কোন ‘হিডেন চার্জ’ নেই। গাড়ি জ্যামে বসে থাকলেও ভাড়া বাড়বে না। একই গন্তব্যের একাধিক যাত্রী মিলে শেয়ার ভিত্তিতেও গাড়ি বুকিং করার সুযোগ রেখেছে যাত্রী। আর মূল্য পরিশোধ করা যাবে ‘ক্যাশলেস’ ব্যবস্থায়। মোবাইল ব্যাংকিং বা ভিসা এবং মাস্টারকার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা যাবে।
এমনকি পাওয়া যাবে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা। ফলে গ্রাহকরা বড় অঙ্কের রেন্টাল ফি ধাপে ধাপে পরিশোধ করতে পারবেন, যা তাদের জন্য ভ্রমণের ব্যয় ব্যবস্থাপনা আরও সহজ করবে।
এ ছাড়াও, যাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীর রেন্টাল সার্ভিসে রয়েছে ‘ট্রাভেল ইনস্যুরেন্স’ সুবিধা যা দুর্ঘটনা বা অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে অর্থনৈতিক সুরক্ষা দেবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন