ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নাক থেকে লোম টেনে তুললে মৃত্যুও হতে পারে

ফিচার ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৪:৪৩ পিএম
নাকের ভেতরের লোম কখনোই উপড়ানো উচিত নয়। ছবি- সংগৃহীত

নাকের লোম দেখতে যেমন অস্বস্তিকর, অনেকের কাছে তেমনি বিব্রতকরও। তবে অস্বস্তি দূর করতে গিয়ে যদি নিজের জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে? অবাক হলেও সত্য, নাকের লোম উপড়ে ফেলা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

নাকের লোমের কাজ কী?

নাকের লোম হলো শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষার একটি ব্যবস্থার অংশ। এটি নাকের ভেতর দিয়ে ঢুকতে চাওয়া ধুলাবালি, জীবাণু ও ক্ষতিকর কণাগুলোকে আটকে রাখে। অর্থাৎ নাকের লোম শুধু সৌন্দর্যের বাধা নয়, এটি শরীর রক্ষার জন্য জরুরি।

উপড়ানো মানেই সংক্রমণের আশঙ্কা

নাকের লোম উপড়ালে লোমকূপ খোলা হয়ে যায় এবং সেখানে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। এই ক্ষতস্থান থেকে জীবাণু রক্তনালীতে প্রবেশ করে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে।

‘বিপদ ত্রিভুজ’ কী?

চোখ-মুখ-নাক থেকে ঠোঁট পর্যন্ত এ অঞ্চলকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘বিপদ ত্রিভুজ’। এই জায়গায় থাকা রক্তনালীগুলো সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। ফলে এই অঞ্চলে ছোট একটি সংক্রমণও সহজেই মস্তিষ্কে পৌঁছে যেতে পারে।

সংক্রমণ থেকে কীভাবে হতে পারে মৃত্যু?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাকের ভেতরের চুল উপড়ে ফেললে যে সংক্রমণ হতে পারে, তা রক্তে জমাট বাঁধতে পারে এবং মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ক্যাভারনাস সাইনাস থ্রম্বোসিস নামে এক মারাত্মক অবস্থা তৈরি হয়, যা পক্ষাঘাত, অঙ্গহানি এমনকি মৃত্যুর কারণও হতে পারে। এই রোগে মৃত্যুর হার প্রায় ৩০ শতাংশ।

কী করা উচিত?

নাকের ভেতরের লোম কখনোই উপড়ানো উচিত নয়। নাকের বাইরে থেকে দৃশ্যমান চুল কাটার জন্য নিরাপদ ট্রিমার বা ছোট কাঁচি ব্যবহার করা যেতে পারে। মুখের এই সংবেদনশীল জায়গাটিকে যতটা সম্ভব না ছোঁয়াই ভালো।