ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬৮ জনই ঢাকার বাইরের।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে, যার সংখ্যা ৪১। জুন মাসে ১৯ জনের মৃত্যু হয়েছে এই রোগে। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে আগস্ট মাসে। এই মাসের প্রথম ৯ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই অঞ্চলে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে।
তারপর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, ১৮ জন। চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগের মানুষ সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যার সংখ্যা ৮ হাজার ৫৯৮। তারপর যথাক্রমে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের মানুষ।
আপনার মতামত লিখুন :