এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬১৫ রোগী। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা হয়ে গেল ৩৭০ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৭ জনে।
বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে ১২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে তিনজন রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেলেন ৮৯ হাজার ৬৩১ জন।


