ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দেশে করোনায় একজনের মৃত্যু

ইউএনবি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৬:৪০ পিএম
করোনা পরীক্ষা। ছবি- সংগৃহীত

দেশে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তবে সারা দেশে নতুন করে কারও শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়নি। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭২৭ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর সারা দেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫৩১ জনে ঠেকেছে।