ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

হার্ট অ্যাটাক না স্ট্রোক, বুঝবেন কীভাবে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ১১:৩২ এএম
দেখে নিন হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পার্থক্যগুলো। ছবি- সংগৃহীত

হার্ট অ্যাটাক আর স্ট্রোক- দুটোই জরুরি অবস্থা, কিন্তু দুটির লক্ষণ আলাদা। দ্রুত বুঝতে পারলে জীবন বাঁচানো যায়। দেখে নিন কোন কোন লক্ষণে আপনি প্রাথমিকভাবে বুঝবেন হার্ট অ্যাটাক নাকি স্ট্রোক-

হার্ট অ্যাটাকের লক্ষণ

১. বুকে চাপ বা ভারী ব্যথা— মাঝখানে, বামদিকে ছড়াতে পারে।

২. ব্যথা ছড়িয়ে পড়া— বাম হাত, কাঁধ, পিঠ, চোয়াল।

৩. শ্বাসকষ্ট।

৪. ঠান্ডা ঘাম হওয়া।

৫. বমি বমি ভাব বা বমি।

৬. অস্বাভাবিক ক্লান্তি।

৭. ব্যথা ৫–১৫ মিনিট বা তার বেশি স্থায়ী হয়।

৮. বিশ্রামেও কমে না।

৯. শরীর ‘ভারী’ বা ‘চাপা’ লাগে।

স্ট্রোকের লক্ষণ

১. মুখের এক পাশ বেঁকে যাওয়া।

২. এক হাত দুর্বল হয়ে পড়া, তুলতে না পারা।

৩. কথা জড়ানো, পরিষ্কারভাবে বলতে না পারা।

৪. হঠাৎ দৃষ্টি ঝাপসা বা এক চোখে কম দেখা।

৫. হঠাৎ ভারসাম্য হারানো, মাথা ঘোরা।

৬. হঠাৎ তীব্র মাথাব্যথা।

হার্ট অ্যাটাকে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করলে ক্ষতি কম হয়। স্ট্রোকে সোনালি সময় ৩–৪.৫ ঘণ্টা, এ সময়ের মধ্যে চিকিৎসা পেলে মস্তিষ্কের ক্ষতি কমে।