রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৪৪ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১২ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অর্ধ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়ে আমাদের হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১ জন। বর্তমানে ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন এবং আইসিইউতে থাকা ১২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১৬৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে:-
১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা: আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল: আহত ২, নিহত ১