বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:০৩ পিএম

গেরিলা ৪৫০ বাজারে আনলো রয়্যাল এনফিল্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৩:০৩ পিএম

গেরিলা ৪৫০ বাজারে আনলো রয়্যাল এনফিল্ড

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড। বিক্রির নিরিখে অন্যান্য সংস্থাগুলিকে ভালোই টেক্কা দেয় সংস্থাটি। সম্প্রতি রয়্যাল এনফিল্ড সংস্থাটি নতুন বাইক আনলো বাজারে। যার নাম রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০। এটি সংস্থার নতুন মডার্ন-রেট্রো বাইক। ৪৫০ সিসির শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে বাইকে রয়েছে গুগল ম্যাপস এবং ব্লুটুথ ফিচার্স।

রয়্যাল এনফিল্ড ৪৫০ বাইকে ইঞ্জিন রয়েছে ৪৫২ সিসি সিঙ্গেল সিলিন্ডার পেট্রল ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩৯.৫০ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড গিয়ারবক্স। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১১ লিটার। হার্ডওয়্যার ফিচার্সের ক্ষেত্রে পাবেন টেলিস্কপিক ফর্ক/ মনোশক সাসপেনশন এবং দু চাকাতেই ডিস্ক ব্রেক। উন্নত ব্রেকিংয়ের জন্য রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

মোটরবাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৯ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৮৫ কেজি। ফিচার্সের ক্ষেত্রে পাবেন এলইডি লাইটিং, টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, গুগল ম্যাপস এবং রাইডিং মোড। এইসব ফিচার্স বাইকের টপ মডেলে পাবেন। বেস মডেলে রয়েছে অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ট্রিপার নেভিগেশন।

এই মোটরসাইকেল তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - ফ্ল্যাশ, ড্যাস এবং অ্যানালগ। ফ্ল্যাশ ভ্যারিয়েন্টে পাবেন ব্রাভা ব্লু এবং ইয়েলো রিবন পেইন্ট, ড্যাস ভ্যারিয়েন্টে গোল্ড ডিপ এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট, অ্যানালগ ভ্যারিয়েন্টে স্মোক এবং প্লায়া ব্ল্যাক পেইন্ট।

দামও হাতের নাগালেই থাকবে এই বাইকের। ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড ৪৫০ বাইকের অ্যানালগ ভ্যারিয়েন্ট ২ লাখ ৩৯ রুপি, ড্যাস ভ্যারিয়েন্ট ২ লাখ ৪৯ রুপি এবং ফ্ল্যাশ ভ্যারিয়েন্ট ২ লাখ ৫৪ রুপিতে পাওয়া যাচ্ছে।

আরবি/এফআই

Link copied!