সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৯:৩১ এএম

ইউটিউব অ্যানালিটিকস বাড়াবে আপনার ইনকাম

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৯:৩১ এএম

তথ্য পাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো ইউটিউবের নিজস্ব টুল-চ্যানেল অ্যানালিটিকস।     ছবি- সংগৃহীত

তথ্য পাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো ইউটিউবের নিজস্ব টুল-চ্যানেল অ্যানালিটিকস। ছবি- সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রতিদিন কোটি কোটি দর্শকের কাছে নানা ধরনের ভিডিও পৌঁছে দিচ্ছে। এই প্ল্যাটফর্মে টিকে থাকতে ও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ভিডিও নির্মাতাদের (ইউটিউবারদের) জন্য নিজেদের কনটেন্টের কার্যকারিতা জানা অপরিহার্য। আর সেই তথ্য পাওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো ইউটিউবের নিজস্ব টুল-চ্যানেল অ্যানালিটিকস।

ইউটিউব অ্যানালিটিকসের মাধ্যমে ইউটিউবাররা জানতে পারেন ভিডিও কতবার দেখা হয়েছে, দর্শকরা কতক্ষণ দেখছে, কোন ধরনের কনটেন্ট বেশি জনপ্রিয়, এবং কোন দেশ বা অঞ্চলের দর্শক বেশি যুক্ত হচ্ছে। এসব তথ্য কনটেন্টের মানোন্নয়ন, দর্শক বৃদ্ধি এবং আয় বাড়ানোর কৌশল নির্ধারণে সহায়তা করে।

ইউটিউব অ্যানালিটিকসের প্রয়োজনীয়তা

১. ভিউ বাড়ানোর কৌশল নির্ধারণে

ভিডিওগুলো কোন সময় আপলোড করলে বেশি ভিউ আসে, কোন থাম্বনেইল বেশি ক্লিক হয়-এসব তথ্য পেলে ভবিষ্যতের ভিডিও আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়।

২. দর্শকের পছন্দ বুঝে কনটেন্ট তৈরি

দর্শক ‘রিটেনশন’ (retention) বা ‘ওয়াচ টাইম’ (watch time) দেখে বোঝা যায়, ভিডিওর কোন অংশ বেশি ভালো লেগেছে বা কোথায় দর্শক স্কিপ করে। এতে কনটেন্টে উন্নতি সম্ভব।

৩. আয়ের উৎস বিশ্লেষণ

অ্যাড রেভেনিউ, মেম্বারশিপ, সুপার চ্যাট ইত্যাদি ডেটা থেকে আয়ের পরিমাণ ও উৎস বিশ্লেষণ করা যায়।

৪. সাবস্ক্রাইবারদের আচরণ বুঝতে সাহায্য করে

কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার আসছে, আর কোন ভিডিওর পর তারা চলে যাচ্ছে-এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।

৫. শর্টস বনাম বড় ভিডিও

বর্তমানে ইউটিউবে শর্টস খুব জনপ্রিয়। তবে সব চ্যানেলের জন্য উপযুক্ত নয়। অ্যানালিটিকস থেকে বোঝা যায়, শর্টস বা নাকি বড় দৈর্ঘ্যের ফরম্যাটে দর্শক বেশি যুক্ত হচ্ছে।

ইউটিউব অ্যানালিটিকসে বর্তমানে চারটি ট্যাব দেখা যায়। এসব ট্যাব থেকে যা দেখতে পারবেন-

ওভারভিউ রিপোর্ট

ইউটিউব অ্যানালিটিকসের প্রথম রিপোর্ট ট্যাব হলো ওভারভিউ। এটি আপনার কনটেন্ট কেমন করছে তার একটি সার্বিক ও উচ্চস্তরের সারাংশ প্রদান করে। এই রিপোর্টে ভিউ, দেখার সময় এবং সাবস্ক্রাইবারদের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকে। ওভারভিউ রিপোর্টে গত ৪৮ ঘণ্টায় আপনার সব ভিডিওর মোট ভিউ কাউন্ট দেখানো হয়। পাশাপাশি সাবস্ক্রাইবারদের রিয়েল টাইম আপডেটও পাওয়া যায়। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে দেখার জন্য এই ট্যাবটাই সেরা জায়গা।

কনটেন্ট

কনটেন্ট ট্যাবের নিচে আপনি আপনার চ্যানেলের ইমপ্রেশন, ভিউ এবং আরও অনেক তথ্য দেখতে পারবেন। এখানে আপনি জানতে পারবেন আপনার চ্যানেলের ট্রাফিক সোর্সগুলো (যেমন-সার্চ, বাহ্যিক লিংক, সাজেস্টেড ভিডিও ইত্যাদি) কতগুলো ইমপ্রেশন থেকে কতটুকু সময় ভিডিও দেখা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট একটি সময়কালের মধ্যে আপনার সবগুলো শীর্ষ ভিডিওগুলোর তালিকাও দেখতে পারবেন।

অডিয়েন্স

অডিয়েন্স ট্যাবটি আপনার দর্শকদের ডেমোগ্রাফিক তথ্য বিশ্লেষণ করে। এখানে আপনি দেখতে পাবেন তাদের বয়স, লিঙ্গ এবং অবস্থান (ভৌগোলিক) সম্পর্কে তথ্য। এই অংশটি সাবস্ক্রাইবার ও নন-সাবস্ক্রাইবারদের দেখার সময়ের পার্থক্যও প্রদর্শন করে। এ ছাড়া, কোন কোন সাবটাইটেল ভাষা ব্যবহার করা হচ্ছে, তা-ও এখানে দেখা যায়।

ট্রেন্ডস

ট্রেন্ডস ট্যাব আপনার দর্শক ও পুরো ইউটিউব প্ল্যাটফর্মে কী ধরনের বিষয় ও ভিডিও জনপ্রিয় হচ্ছে, তা বুঝতে সাহায্য করে। এটি নতুন কনটেন্ট আইডিয়া খুঁজে বের করতে এবং কনটেন্ট পরিকল্পনায় সহায়তা করে। কোন সার্চ ও ভিডিও আইডিয়ায় দর্শকদের বেশি আগ্রহ আছে, তা জানা যায়।

ইউটিউব চ্যানেলের অ্যানালিটিকস খুঁজে পাবেন যেভাবে

প্রতিটি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে ইউটিউব স্টুডিও। এটি দেখেই আপনি আপনার চ্যানেলের অ্যানালিটিকস দেখতে পারেন।

১. ব্রাউজার থেকে আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগইন করুন এবং ওপরের ডান দিকে আপনার প্রোফাইল ছবি নির্বাচন করুন।

২. এরপর ইউটিউব স্টুডিও নির্বাচন করুন।

৩. বাঁ পাশের প্যানেলে অ্যানালিটিকস অপশনটিতে ক্লিক করুন। এই অপশন দেখতে একটি গ্রাফের মতো দেখায়।

৪. এই ট্যাব থেকেই ভিডিও দর্শকদের সম্পর্কিত বিভিন্ন ধরনের পরিসংখ্যানের ট্যাব দেখাবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!