বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:১৭ পিএম

চ্যাটজিপিটি গ্রুপ চ্যাট ফিচার, যেভাবে ব্যবহার করবেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:১৭ পিএম

চ্যাটজিপিটি। ছবি- সংগৃহীত

চ্যাটজিপিটি। ছবি- সংগৃহীত

এখন থেকে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা তাদের আলাপচারিতায় গ্রুপ চ্যাট যোগ করতে পারবেন। ওপেনএআই সম্প্রতি নতুন এই ফিচারটি চালু করেছে, যা ব্যবহারকারীদের ২০ জন সদস্য পর্যন্ত একসঙ্গে কথা বলার সুযোগ দেবে। এটি এখন সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত।

দ্য ভার্জ-এর খবর অনুযায়ী, গ্রুপ চ্যাটের মাধ্যমে যেকোনো ভ্রমণ পরিকল্পনা, ডিনারের আয়োজন, প্রজেক্টের খসড়া তৈরি কিংবা অন্য কোনো যৌথ কাজ সহজ করা যাবে। চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথনের প্রবাহ বুঝে কথাবার্তা পরিচালনা করবে এবং যখন প্রয়োজন, তখন চ্যাটজিপিটি নিজে কথাও বলবে। এ ছাড়া, চ্যাটের মধ্যে ‘ChatGPT’ উল্লেখ করলে বটটি সরাসরি চ্যাটে যুক্ত হবে।

গ্রুপ চ্যাট কীভাবে ব্যবহার করবেন?

গ্রুপ চ্যাট ব্যবহারের জন্য নিচের সহজ পদক্ষেপগুলো অনুসরণ করুন:

গ্রুপ চ্যাট তৈরি: চ্যাটজিপিটি অ্যাপে ডান দিকের ‘People’ আইকনে ক্লিক করুন এবং 'Create group chat' অপশনটি সিলেক্ট করুন। আপনি পুরনো চ্যাট কপি করে নতুন গ্রুপে যোগ করতে পারবেন।

গ্রুপে সদস্য যোগ করা: গ্রুপ চ্যাট লিংক কপি করে শেয়ার করুন, এতে সদস্যরা লিংকের মাধ্যমে গ্রুপে যোগ দিতে পারবেন।

কাস্টমাইজেশন: প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি করতে গেলে ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও ছবি সেট করতে হবে। গ্রুপে আপনি সদস্য যোগ বা বাদ দিতে পারবেন, চ্যাট নোটিফিকেশন মিউট করতে পারবেন এবং বিশেষ নির্দেশনা যোগ করতে পারবেন।

ওপেনএআই জানায়, ব্যক্তিগত চ্যাটের মেমোরি গ্রুপ চ্যাটে ব্যবহার হবে না এবং গ্রুপ চ্যাট থেকেও নতুন কোনো মেমোরি তৈরি হবে না। গ্রুপ চ্যাটে উত্তর দিতে চ্যাটজিপিটি ব্যবহার করছে GPT-৫.১ অটো মডেল।

ওপেনএআই বিশ্বাস করে যে, এই নতুন ফিচার সহযোগিতা ও দলগত কাজকে আরও গতিশীল এবং সহজ করবে। এটি কাজের পরিবেশকে আরও কার্যকরী এবং উৎপাদনশীল করবে, বিশেষত যখন বিভিন্ন সদস্যকে একসঙ্গে একাধিক কাজের জন্য সম্পৃক্ত করা প্রয়োজন।

চ্যাটজিপিটির নতুন গ্রুপ চ্যাট ফিচারটি ব্যবহারকারীদের আলোচনাকে আরও সুবিধাজনক এবং কার্যকর করবে, যা প্রোজেক্ট, পরিকল্পনা এবং সাধারণ আলোচনা করার জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

Link copied!