শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এএফপি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:১৯ পিএম

শিশু সুরক্ষায় এআই’র দিকে ঝুঁকছে ইউটিউব

এএফপি

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৭:১৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

অপ্রাপ্তবয়স্কদের সংবেদনশীল বিষয়বস্তু থেকে সুরক্ষিত রাখার চাপের মুখে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তি দিয়ে তারা শনাক্ত করবে, কোনো ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক হওয়ার ভান করে শিশুদের অ্যাকাউন্ট ব্যবহার করছে কিনা।

গুগলের মালিকানাধীন ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ব্যর্থতার অভিযোগে চাপের মুখে রয়েছে। এরই অংশ হিসেবে নতুন এই সুরক্ষা ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রে চালু করা হচ্ছে।

ইউটিউব ইয়ুথের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর জেমস বেসার জানিয়েছেন, মেশিন লার্নিং নামক কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তিটি ব্যবহারকারীর বিভিন্ন কার্যকলাপ, যেমন- কী ধরনের ভিডিও দেখা হচ্ছে বা অ্যাকাউন্টটি কতদিন ধরে ব্যবহৃত হচ্ছে, তার ওপর ভিত্তি করে বয়স অনুমান করবে।

বেসার বলেন, ‘এই প্রযুক্তি আমাদের ব্যবহারকারীর বয়স অনুমান করতে এবং অ্যাকাউন্টে দেওয়া জন্মদিন নির্বিশেষে বয়স-উপযুক্ত সুরক্ষা দিতে সাহায্য করবে। অন্যান্য দেশে আমরা বেশ কিছুদিন ধরেই এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।’

ইউটিউবের মতে, এই বয়স-অনুমানকারী মডেলটি ব্যবহারকারীর বয়স শনাক্ত করার জন্য তাদের বিদ্যমান প্রযুক্তিকে আরও উন্নত করবে। প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি কোনো ব্যবহারকারীকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে, তবে তাকে ক্রেডিট কার্ড, সেলফি বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে বয়স যাচাই করার জন্য অবহিত করা হবে।

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে নিয়মিতই উঠছে। এরই জেরে অস্ট্রেলিয়া শিগগিরই তাদের যুগান্তকারী সোশ্যাল মিডিয়া আইন ব্যবহার করে ১৬ বছরের কম বয়সী শিশুদের ইউটিউব থেকে নিষিদ্ধ করতে যাচ্ছে।

দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস ‘শিকারী অ্যালগরিদম’ থেকে শিশুদের রক্ষা করার ওপর জোর দিয়েছেন। তিনি জানান, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ওয়েবসাইটে অস্ট্রেলিয়ার প্রতি ১০জন শিশুর মধ্যে চারজন ক্ষতিকর সামগ্রী দেখার কথা স্বীকার করেছে।

অস্ট্রেলিয়া গত বছর ঘোষণা করেছিল যে, তারা এমন আইন আনছে যা শিশুদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকেও দূরে রাখবে।

এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউটিউব এক বিবৃতিতে জানিয়েছিল, ‘আমাদের অবস্থান স্পষ্ট: ইউটিউব একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, যেখানে বিনামূল্যে উন্নত মানের কন্টেন্ট রয়েছে, যা এখন টিভির পর্দায়ও দেখা হচ্ছে। এটি সোশ্যাল মিডিয়া নয়।’

কাগজে-কলমে, এই নিষেধাজ্ঞা বিশ্বের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি আগামী ১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। অন্যান্য দেশও অস্ট্রেলিয়ার এই আইনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেকেই নিজেদের দেশে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা যায় কিনা, তা খতিয়ে দেখছে।

Link copied!