ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ফেসবুকে যেসব ছবি ও ভিডিও পোস্ট করলে মনিটাইজেশন বাড়ে

ফিচার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ছবি- সংগৃহীত

বর্তমানে শুধু ফেসবুক পেজ থেকেই নয় ব্যক্তিগত প্রোফাইল থেকেও যে কেউ আয় করতে পারবেন। ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে এ অর্থ উপার্জন সম্ভব।

ফেসবুক মনিটাইজেশন বিশেষজ্ঞ ও ডিজিটাল মার্কেটিংয়ের আরিফুল ইসলাম বলেন, ফেসবুকে কিছু নির্দিষ্ট ধরনের কনটেন্ট দ্রুত ভাইরাল হয়। তখন মনিটাইজেশনের মাত্রা বাড়ে। শিক্ষামূলক কনটেন্ট বেশ জনপ্রিয়। টিউটরিয়াল, অজানা তথ্য বা কোনো বিষয়ে জ্ঞানমূলক ভিডিও বা পোস্ট খুব দ্রুত ভিউ পায়। কমেডি, ম্যাজিক, গান বা ছোট নাটকের ভিডিও মানুষের নজর কাড়ে। লাইফস্টাইল ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন।

তিনি আরও বলেন, আপনার প্রতিদিনের জীবনযাত্রা, ভ্রমণ বা কোনো মজার অভিজ্ঞতা শেয়ার করলে দর্শক সহজে সংযুক্ত হতে পারে। সুন্দর এডিটিং ও ভালো মানের রেজল্যুশনের ভিডিও ও ছবি দর্শকদের আকর্ষণ করে। ঝাপসা বা দুর্বল মানের কনটেন্ট এড়িয়ে চলুন। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা ট্রেন্ডে আছে, সে বিষয়ে কনটেন্ট তৈরি করলে দ্রুত ভিউ পেতে পারেন। 

আরিফুল বলেন, এ সুবিধা পাওয়ার জন্য প্রথমে প্রফেশনাল মোড চালু করতে হবে। এটি চালু করলে প্রোফাইল একটি পাবলিক পেজের মতো কাজ করবে। প্রফেশনাল মোড চালু করতে প্রোফাইল পিকচারের নিচে থ্রি-ডট মেনুতে ক্লিক করুন।

সেখানে আপনি টার্ন অন প্রফেশনাল মোড (Turn on Professional Mode) অপশনটি দেখতে পাবেন। এটি চালু করার পর আপনার প্রোফাইলটি পাবলিক পেজে রূপান্তরিত হবে। আপনার ফলোয়ারের সংখ্যা ও এনগেজমেন্ট–সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে পাবেন। প্রফেশনাল মোড চালু করার পর আপনি বিভিন্ন মনিটাইজেশন টুলের জন্য আবেদন করতে পারবেন। ফেসবুক প্রোফাইল অ্যাকটিভিটির ওপর নির্ভর করে ফেসবুক কর্তৃপক্ষ কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করে।

মনিটাইজেশন বাড়ানোর কৌশল সম্পর্কে তিনি বলেন, মনিটাইজেশন শুরুর পর আয় বাড়াতে হলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। প্রতিদিন বা নিয়মিত বিরতিতে কনটেন্ট আপলোড করুন। আপনার কনটেন্টের মান যত ভালো হবে, তত বেশি ব্যবহারকারী আপনার কনটেন্টের প্রতি আগ্রহী হয়ে উঠবে। লাইভ ভিডিওর মাধ্যমে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন।