বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৬ পিএম

যে ৫ জায়গায় রাউটার রাখলে কমবে ওয়াইফাইয়ের গতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৬ পিএম

রাউটার পাশে রেখে ইন্টারনেট ব্যবহার।

রাউটার পাশে রেখে ইন্টারনেট ব্যবহার।

বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনাই করা যায় না। চাকরি হোক, পড়াশোনা কিংবা বিনোদন—সবকিছুই এখন অনেকটাই নির্ভর করে ওয়াইফাইয়ের ওপর। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওয়াইফাইয়ের গতি ভালো থাকার পর হঠাৎ কমে যায়। এর পেছনে নেটওয়ার্ক কোম্পানির ভুল নয় বরং মূল কারণ রাউটারটি ভুল জায়গায় রাখা।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ওয়াইফাই সিগন্যাল যত বেশি বাধার মুখে পড়ে, গতি ততই কমে যায়। তাই রাউটার কোথায় রাখবেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন তবে জেনে নিই এমন পাঁচটির জায়গার তথ্য যেখানে রাউটার রাখলেই কমে যাবে আপনার ওয়াইফাইয়ের গতি।

মেঝেতে রাউটার রাখা: মেঝেতে রাউটার রাখলে সিগন্যাল ওপরের দিকে পৌঁছায় না, যার ফলে ঘরের ওপরের তলা বা দূরবর্তী জায়গার ডিভাইসগুলো সঠিক গতি পায় না।

ভারী আসবাবপত্র বা সোফার আড়ালে রাখা: সিগন্যাল শক্ত বস্তু যেমন আলমারি বা সোফার পেছনে আটকে যায়, ফলে গতি কমে যায়।

বেসমেন্ট বা নিচতলায় রাখা: বৈদ্যুতিক তার, পাইপ ও লাইটের কারণে বেসমেন্টে সিগন্যাল দুর্বল হয় এবং ব্যবহারকারীর কাছ থেকেও দূরে থাকার কারণে গতি কমে যায়।

আলমারি বা ক্যাবিনেটে রাখা: রাউটার লুকানোর জন্য ক্যাবিনেটের মধ্যে রাখলে সিগন্যাল ব্লক হয় এবং অতিরিক্ত গরম হওয়ার কারণে রাউটারের ক্ষতি হতে পারে।

অন্য রাউটারের পাশে রাখা: একাধিক রাউটার এক জায়গায় রাখলে সিগন্যাল কনফ্লিক্টের কারণে গতি মারাত্মকভাবে কমে যায়।

রাউটার ঘরের মাঝখানে, উঁচু জায়গায় এবং দেওয়াল বা বড় আসবাব থেকে দূরে রাখুন। চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখলেই পাওয়া যাবে সর্বোচ্চ ওয়াইফাই স্পিড। প্লাস্টিক বা কাপড়ের ঝুড়িতে রাখলেও সমস্যা নেই, তবে ধাতুর ওপর কখনো রাখবেন না।

Link copied!