আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ১১:০৫ এএম

আজ চন্দ্রগ্রহণ,  দেখা যাবে কি বাংলাদেশ থেকে?

ছবি: সংগৃহীত

চলতি বছরের দেখা যাবে মার্চ মাসেই প্রথম সূর্য ও চন্দ্রগ্রহণ । এ বছরে দুটি আংশিক সূর্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম আংশিক সূর্যগ্রহণ হবে চলতি মাসের ২৯ তারিখ। অন্যটি  ২১ হবে চলতি বছরের সেপ্টেম্বরে।

শুক্রবার (১৪ মার্চ)  বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। তখন চাঁদটি একটি লালচে রঙ ধারণ করবে যা ‘ব্লাড মুন’নামে পরিচিত। সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হবে। গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত হবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

অন্যদিকে, চন্দ্রগ্রহণটি আগামী ১৪ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৯ মিনিটে শুরু হবে এবং বিকেল ৩টা ৫৯ মিনিটে শেষ হবে। ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার কিছু অংশ এবং দক্ষিণ ও উত্তর মেরুতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

এদিকে,  দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে প্যাসিফিক, অস্ট্রেলিয়া ও  অ্যান্টার্কটিকার আকাশে।
 

আরবি/এসবি

Link copied!