৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর অনলাইন আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিতে নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে এ নির্দেশনা প্রকাশ করে পিএসসি।
প্রার্থীরা বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুতে প্রার্থীর এসএসসি বা সমমানের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ডেটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রার্থীদের।
আবেদন ফরমে প্রার্থীর অনধিক তিন মাস আগে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ৬০ কেবি) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।
আবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী একটি কনফার্মেশন এসএমএস ও পিন নম্বর পাবেন, যা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া চলাকালে প্রতি কার্যদিবসে সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (অফিস চলাকালে) 01555555149/01555555150/ 01555555151/01555555152 মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে কারিগরি যেকোনো ধরনের সহায়তা পাওয়া যাবে। ফরম পূরণের আনুষঙ্গিক নির্দেশনা পেতে ওয়েবসাইটের Help Tab অনুসরণ করা যাবে। এ ছাড়া ভিডিও টিউটরিয়াল থেকে ফরম পূরণের পূর্ণাঙ্গ ধাপ দেখে নেওয়া যাবে। প্রয়োজনে ই-মেইল করুন (bpsc@teletalk.com.bd)
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন