ঢাকা: দুর্নীতি দমন কমিশনের জালে আটকা পড়েতে যাচ্ছে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম মাসুদ (এস আলম)। ১৮ আগস্ট আপিল বিভাগের আদেশে তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের একটি অভিযোগ অনুসন্ধানের কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এর আগে গত বছরের ১৩ আগস্ট এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছিল দুদক।
দুদক সূত্র জানায়, এস আলমের বিরুদ্ধে সিঙ্গাপুরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সম্পর্কিত যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। অবৈধ সম্পদসহ কোন কোন ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছেন, কোন খাতে বিনিয়োগ করেছেন– সবকিছুই যাচাই করা হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশের পর দুদক অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। গত ১৮ আগস্ট আপিল বিভাগের আদেশের কপি পায় দুদক এরপর ফাইলটি আবার খোলা হয়েছে। দুদকের মানি লন্ডারিং শাখা থেকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই শাখার উপপরিচালক মো. নূর-ই-আলমকে। অনুসন্ধান তদারক করছেন শাখার পরিচালক মোলাম শাহরিয়ার চৌধুরী।
এস আলম তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ বিষয়ে আপিল বিভাগ এক আদেশে বলেছিলেন, অভিযোগটি যথার্থ নয়। তবে দুদক বা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চাইলে অভিযোগটি অনুসন্ধান করতে পারে।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন