১৮ বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেওয়া হয়।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি, আপিল বিভাগের সামনে এই বিষয়ে আবেদনের শুনানি হয় এবং ২৫ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পৃথক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এই তারিখ ঘোষণা করেন।
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের পর চাকরিচ্যুত ৮৫ কর্মকর্তা পুনর্বহালের জন্য একটি আপিল ও চারটি পুনর্বিবেচনা আবেদন করেন। গত ২০ ফেব্রুয়ারি এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের ৩ সেপ্টেম্বর, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়, যার মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়েছিল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন