সরকারবিরোধী বক্তব্য ঠেকাতে দুই হাতে হাতকড়া পরানো হয়েছে বলে জানিয়েছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
বুধবার (১২ মার্চ) নতুন মামলায় গ্রেফতার দেখানো ও রিমান্ড শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়।
এ সময় তাদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো হয়, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।
সকাল পৌনে ১০টার দিকে আদালতে প্রবেশ করেন সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সোলায়মান সেলিম, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুর ইসলাম, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মুদ্দাসসির খান জ্যোতি। আদালতে প্রবেশের পর তাদের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেন।
এ সময় পলক তার আইনজীবীকে বলেন, ‘আমি এখন আর জামিনের আশা করি না। তবে আমার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার কপি আপনি রেখে দেবেন।’
আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কয়েকজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলার বিষয়ে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামিরা হাজতখানা থেকে আদালতে তোলার সময় হাত উঁচিয়ে চিৎকার করে সরকারবিরোধী বক্তব্য দেন। তাই তারা যাতে এমন কিছু করতে না পারেন, সে জন্যই তাদের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়েছে।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন