আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের একটি বক্তব্য দেশের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে উপাস্থপন করেছে বলে জানিয়েছে তার কার্যালয়। বিষয়টি নিয়ে আজ সোমবার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার সই করা প্রতিবাদ ও বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়। তাজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে এটি শেয়ার করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বাংলাদেশের কিছু গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। তারা বলেছেন যে, চিফ প্রসিকিউটর জুলাই মাসে গণহত্যা হয়নি বলে মন্তব্য করেছেন।’
এতে আরও বলা হয়, ‘‘চিফ প্রসিকিউটর নিজেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন, জুলাইয়ে বাংলাদেশে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যাযজ্ঞ বা Mass Murder সংগঠিত হয়েছে, যা বাংলায় সাধারণভাবে গণহত্যা বলা হয়। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী Genocide অর্থ হচ্ছে জাতিগত নির্মূল (Ethnic Cleansing) অর্থে গণহত্যা।
তবে তিনি এই ঘটনার জন্য ‘জেনোসাইড’ (Genocide বা জাতি/গোষ্ঠীনিধন) এর অভিযোগ আনেননি, বরং অভিযোগ এনেছেন ‘ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি’ বা ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে, যার অন্তর্ভুক্ত রয়েছে ব্যাপক ও পদ্ধতিগত গণহত্যা।’’
চিফ প্রসিকিউটর কার্যালয়ের এই প্রতিবাদ ও বিবৃতিতে আইনের যথাযথ অর্থ না জেনে বা ভুলভাবে ব্যাখ্যা করে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 
                             
                                    -20241224103648.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন