সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এদিন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বেলা সাড়ে ১১টায় শুরু হয় ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ।
শেখ হাসিনাসহ এই মামলায় অন্যান্য আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম এইচ তামিম এই তথ্য জানান।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে করা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ইতিমধ্যে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণের মধ্যদিয়ে এ মাসেই এই অধ্যায় শেষ হবে।
এদিন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ব্যক্তিগত কারণে তাদের আগের দিন হাজির হওয়া সম্ভব হয়নি, তাই সাক্ষ্য গ্রহণ সোমবার অনুষ্ঠিত হলো বলে জানান প্রসিকিউশন।
গাজী এম এইচ তামিম জানান, এখন পর্যন্ত প্রাপ্ত সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে।
এদিকে, ২০১৬ সালে যশোরে দুই শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেপ্তার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কারাগারে পাঠিয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন