ঢাকা সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:৪৯ এএম
আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ। ছবি -সংগৃহীত

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।

আলোচিত এ মামলার ৪ আসামির সবাই পলাতক। এ জন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানিয়েছিল প্রসিকিউশন।

এদিকে, সোমবার (৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষীর জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় মোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। সাক্ষীদের মধ্যে ছিলেন জুলাইয়ের নৃশংসতার প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অন্যদিকে একই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার নবম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।