শীতকাল অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সকালে ঘুম থেকে উঠে শিরশিরে ঠান্ডা, দিনের শুরুতেই শক্তি কমে যাওয়ার অনুভূতি- এসবই শীতকে অস্বস্তিকর করে। বিশেষজ্ঞরা বলছেন, গরম জামা-কাপড়ের পাশাপাশি খাদ্যাভ্যাসের পরিবর্তন শরীরকে কার্যকরভাবে উষ্ণ রাখতে সাহায্য করে।
শীতের দিনে গরম রাখার ৫টি খাবার
জাফরান– অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যালস সমৃদ্ধ, রক্ত সঞ্চালন বাড়ায়, মানসিক চাপ কমায়। গরম দুধে দুই-তিন স্ট্র্যান্ড মিশিয়ে খেলে ঠান্ডা কম লাগে।
মসলা– দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ ও হালকা মরিচ শরীরের তাপমাত্রা ঠিক রাখে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং হজম প্রক্রিয়া সহজ করে।
আদা– প্রাকৃতিক ‘হিটার’। অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায়। আদা চা সকালে সারা দিন সতেজ রাখে।
বাদাম ও খেজুর– স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজসমৃদ্ধ। শরীরকে শক্তি ও তাপ দেয়, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মধু– প্রাকৃতিকভাবে শরীর গরম রাখে এবং সর্দি-কাশি কমাতে সহায়ক। খাঁটি মধু এক চামচ সকালে বা রাতে খেলে ঠান্ডা কম অনুভূত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন