বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:০১ পিএম

ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধ চায় মিডিয়া মনিটর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ০৮:০১ পিএম

ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধ চায় মিডিয়া মনিটর

ছবি: সংগৃহীত

এখনও অনেক মিডিয়া হাউজে বেতন বোনাস পরিশোধ করা হয়নি উল্লেখ করে পবিত্র ঈদুল ফিতরের আগে সংবাদকর্মীদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গণমাধ্যম বিষয়ক সংগঠন মিডিয়া মনিটর।

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিডিয়া মনিটরের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকরা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেও নিজেদের অসঙ্গতি তুলে ধরতে পারছেন না। নীরবে নিভৃতে তারা নিজেদের কর্মস্থলে অমানবিক পরিস্থিতির শিকার হচ্ছেন। ঈদের আগে দেশের বেসরকারি সব প্রতিষ্ঠানে বেতন-বোনাস সময়মতো পেয়ে গেলেও অনেক মিডিয়া হাউজে সাংবাদিকরা এখনও বেতন-বোনাস পাননি।

‘ঈদের আগে বেতন-বোনাস না পাওয়া অমানবিক’ উল্লেখ করে গণমাধ্যম বিষয়ক সংগঠনটি জানায়, মিডিয়া মনিটর সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখেছিল কারা ঈদের আগে বেতন-বোনাস পেয়েছে? এমন প্রশ্নের উত্তরে অনেক সংবাদকর্মী জানিয়েছেন, তারা এখনও বেতন-বোনাস পাননি। এমন পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের মালিকপক্ষের কাছে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছে মিডিয়া মনিটর।

বিবৃতিতে আরও বলা হয়, একাধিক সংবাদকর্মী মিডিয়া মনিটরকে জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানে বেশ কয়েকবছর ধরেই ঈদের আগে বোনাস দেওয়া হয় না। ঈদের মতো আনন্দঘন মুহূর্তে এমন তথ্য বেদনাদায়ক। এভাবে দীর্ঘদিন ঈদ বোনাস না দেওয়া ও বেতন বকেয়া রাখা সাংবাদিক-শ্রমিক শোষণের নামান্তর। ঈদ উৎসব উদযাপন করতে মালিকপক্ষ নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন।

এর ব্যত্যয় হলে দায়ীদের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরবি/একে

Link copied!