দ্রুত নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদ বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
শনিবার (১২ এপ্রিল) বিএফইউজে নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন খায়রুল বাশার, একেএম মহসিন, বাছির জামাল, শহীদুল ইসলাম, এরফানুল হক নাহিদ, আবু বকর, শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অপর্ণা রায়, খুরশীদ আলম, মো. হামিদুল হক মানিক, আবু হানিফ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, কাজী বিপ্লব হাসান এবং সাখাওয়াত হোসেন মানিক প্রমুখ।
সভায় সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক খুনের বিচার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া মিডিয়াগুলো পুনরায় চালু এবং ক্ষতিপূরণ প্রদান, সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমবিরোধী সকল কালাকানুন বাতিল, গণমাধ্যমের ওপর চাপ বন্ধে কার্যকর পদক্ষেপ, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।
এছাড়া, সভার এক সিদ্ধান্তে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।
সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার শাখার বর্তমান কমিটি বাতিল করে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে সিনিয়র সাংবাদিক বদিউল আলমকে। অন্যান্য সদস্যরা হলেন—আবু সিদ্দিক ওসমানী, হাসানুর রশিদ, এম আর মাহবুব এবং মোহাম্মদ হাশিম।
প্রয়োজনে সংবাদটি সংক্ষেপ বা অনলাইন প্রকাশযোগ্য ভার্সনেও সাজিয়ে দিতে পারি, বললেই করে দেব!

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন