বাংলাদেশের বিজয় দিবসের অভিনন্দন বার্তা দিয়েছে বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। বার্তায় যৌথ কাজের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও রাশিয়া অগ্রগতি, সমৃদ্ধিসহ আরো অনেক বিজয় অর্জন করবে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঢাকার রুশ দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের বার্তায় আলেকজান্ডার খোজিন বলেন, বিজয় দিবসের শুভ উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। এই দিনটি থেকে আপনাদের দেশের ইতিহাসের একটি নতুন এবং সোনালি অধ্যায় শুরু করে। মাতৃভূমির স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তিযোদ্ধারা জীবন ত্যাগ করেছেন, তাদের সাহস ও দেশপ্রেমের কথা এখনও আমাদের মনে আছে।
তিনি আরও বলেন, ৫৩ বছর আগে সোভিয়েত ইউনিয়ন নবজাত রাষ্ট্রকে আন্তরিকভাবে সমর্থন করেছিল। আজও রাশিয়া বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গর্বিত এবং নির্ভরযোগ্য অংশীদার। আমি নিশ্চিত যে, যৌথ কাজের মাধ্যমে ভবিষ্যতে আমরা আমাদের দুই দেশের জন্য অগ্রগতি, সমৃদ্ধি এবং আরও অনেক বিজয় অর্জন করব।
বার্তার শেষে আলেকজান্ডার খোজিন বলেন, শুভ বিজয় দিবস!
আপনার মতামত লিখুন :