সম্প্রতি সচিবালয়ের গেটের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় ডিএমপি।
এর আগে, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে কর্মসূচি পালনকালে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কর্মসূচির শুরুতে দুপুর আড়াইটা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখানে ৩০ মিনিটের মতো থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে যান।
আপনার মতামত লিখুন :