যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) প্রকাশিত ২০২৫ সালের পাসপোর্ট সূচকের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে।
সেখানে দেখা গেছে, এ বছর বাংলাদেশের অবস্থান ১০০তম। একই অবস্থানে রয়েছে ফিলিস্তিন এবং লিবিয়া। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের স্থান ছিল ৯৭তম।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।
এবারের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এবং তার পরেই অবস্থান করছে জাপান। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং স্পেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৮৫তম এবং পাকিস্তান ১০৩তম স্থানে রয়েছে। এসব দেশের পাসপোর্ট দিয়ে যথাক্রমে ৫৭ ও ৩৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। এছাড়া মালদ্বীপ ৫৩তম এবং শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম।
এ সূচকটি তৈরি করা হয়েছে, কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে যাওয়া যায়, তার ভিত্তিতে। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিবেচনায় নেয়া হয়েছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন