ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

গোয়েন লুইসকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি জানালেন চিফ প্রসিকিউটর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৪:৩২ পিএম
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এ সময় সংস্থাটির পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন আছে কি না এ বিষয়েও জানতে চেয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।

তাজুল ইসলাম বলেন, বিচারের জন্য কারিগরি সহয়তা ও প্রশিক্ষণের আশ্বাস দিয়েছে জাতিসংঘ।