ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ইজতেমার প্রথম দিনেই মুসল্লির মৃত্যু, জানাজা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৫:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বিশ্ব ইজতেমা ময়দানের প্রথম দিনে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মৃত্যু হয় আবদুলের। জুমার নামাজের পরে ইজতেমা ময়দানেই তার জানাজা অনুষ্ঠিত হয়। 

আব্দুল কুদ্দস খুলনা জেলার ডুমুরিয়া বাজারের বাসিন্দা লোকমান হোসেন গাজীর ছেলে।

সরকারি সূত্র জানায়, জুমার নামাজ আদায় করার জন্য ওই মুসল্লি গোসল করতে গেলে অসুস্থবোধ করেন। সেখান থেকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে মৃত্যু হয় তার।

এদিকে, এবারের ৫৮তম ইজতেমায় এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।