বাংলাদেশ সরকারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কর্মকর্তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অধীনে ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমালোচিত হয়েছিলেন।
২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাসপোর্ট অধিদফতরে একটি চিঠি পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ৭ (২)(সি) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, তাদের দেশের বাইরে যাতায়াতের বিষয়ে বাধা প্রদান করতে বলা হয়েছে।
পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন: সাবেক সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আবু হেনা মোরশেদ জামান, কামরুল হাসান, অতিরিক্ত সচিব হামিদুল হক, মোহাম্মদ শফিউল আরিফ, মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ওয়াহিদুল ইসলাম, এসএম আলম, এনামুল হাবিব, শওকত আলী, রাব্বি মিয়া, ফয়েক আহমেদ, উম্মে সালমা তানজিয়া, সুভাস চন্দ্র বিশ্বাস, দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মাসুদ করিম, কামরুন নাহারা সিদ্দিকা, আবু সালেহ মোহাম্মদ ফেরদাওস খান, তোফায়েল ইসলাম, আহমেদ কবির, সায়লা ফারজানা এবং তন্ময় দাস।
এছাড়া, একাধিক সূত্র জানায়, পাসপোর্ট বাতিল হওয়া কর্মকর্তাদের অধিকাংশই শেখ হাসিনার সরকারে আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে তারা স্বৈরাচার সরকারের সমর্থনে ভোট কারচুপিতে জড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন।
এই পদক্ষেপটি ভোট কারচুপির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান এবং নির্বাচনী শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

 
                             
                                    
                                                                

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন