বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক ১৮৮, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। একই সময়ে, ২৪২ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে দিল্লি।
এই তথ্য বুধবার (১২ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে প্রকাশিত হয়েছে।
বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কাঠমন্ডু, যার বায়ুমান স্কোর ১৮১। চতুর্থ স্থানে থাকা লাহোরের স্কোর ১৭১। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে কুয়েত সিটি (১৬৮ স্কোর) এবং উহান (১৬৭ স্কোর)।
উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন