আগামী ২৬ মার্চ চীন সফরে যাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এটি হবে দেশটিতে তার প্রথম দ্বিপাক্ষিক সফর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে ওই সফরের সারাংশ তোলে ধরেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি জানান, ‘বর্তমানে প্রাপ্ত তথ্য মতে, ২৬ মার্চ বিকেলে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। ২৭ মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া এনুয়াল কনফারেন্সের উদ্বোধনী প্লেনারিতে অংশ নিবেন এবং বক্তৃতা করবেন।’
‘ওইদিন বিকেলে চীনের স্টেট কাউন্সিলের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে এবং ২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।’
এছাড়াও ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তার অংশগ্রহনের কথা রয়েছে। সেদিন রাতে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
‘এই সফরে দ্বিপাক্ষিক আর কি কি বিষয় থাকবে, তা নিয়ে সংশ্লিষ্ট সকল অংশীদারগণ কাজ করছেন। সফরের আগে এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে,’ বলেন মুখপাত্র রফিকুল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন