সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাম্প্রতিক একটি বক্তব্যকে ইসলামীবিরোধী হিসেবে দাবি করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম।
গত ১৯ মার্চ একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘নামাজ-রোজার মতো পহেলা বৈশাখ-পাহাড়ি উৎসব আমাদের সংস্কৃতি’। এ বক্তব্যের নিন্দা জানিয়ে তার অপসারণ দাবি করেছে সংগঠনটি।
রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে এক বিবৃতি পাঠান হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব।
তিনি বলেন, ‘বাংলাদেশের আপামর মুসলিম জনগণের ধর্মীয় চেতনাকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নামাজ ও রোজার মতোই পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেছেন, যা সম্পূর্ণভাবে ঈমান আকিদা পরিপন্থী ও ইসলামবিরোধী বক্তব্য। তার বক্তব্য মুসলিম সমাজের আকিদা বিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষিক।’
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের মৌলিক ইবাদতের সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষ বা জাতিগত উৎসবের তুলনা কোনো ঈমানদার মুসলমান করতে পারে না। এটি মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল। তাই অবিলম্বে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে অপসারণ করা হোক। অন্যথায়, এটি সরকারের ইসলামবিদ্বেষী নীতিরই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে।’
জুনায়েদ আল হাবিব বলেন, ‘আমরা দেশের সব ইসলামপ্রিয় জনগণকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একইসাথে সরকারের কাছে এ ব্যাপারে স্পষ্ট জবাব চাচ্ছি।’

 
                             
                                    -(1)-20250324063203.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন