গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সার উৎপাদন বন্ধ করতে হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-কে।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টা থেকে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) গ্যাস সরবরাহ বন্ধ করার কথা জানিয়েছে। গ্যাস পুনরায় সরবরাহ শুরু হলে কারখানায় আবার উৎপাদন শুরু করা হবে।
কেজিডিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মো. আমিনুর রহমান জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়। সার উৎপাদনে কী পরিমাণ গ্যাস বরাদ্দ হবে সেটা মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়।
১৯৮৭ সালে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় সিইউএফএল। পরের বছর থেকে বাণিজ্যিকভাবে ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। প্রতিদিন স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে কারখানাটির প্রয়োজন হয় প্রায় ৪২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস। তবে অতীতেও একাধিকবার গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে এই গ্যাসনির্ভর কারখানাটিকে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন